নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা আবহের মধ্যেই প্রকাশিত হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফল। এরপর আজ, শুক্রবার রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হল। চলতি বছরের ২ ফেব্রুয়ারি পরীক্ষা হয়। করোনা পরিস্থিতিতে সেই ফল প্রকাশে বিলম্ব হচ্ছিল।
রাজ্যে ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের পর দ্রুত কাউন্সিলিংয়ের প্রক্রিয়াও শেষ করতে চাইছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in এই দুটি ওয়েবসাইট থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন ছাত্রছাত্রীরা। ফল প্রকাশের পর অনলাইনে কাউন্সেলিং হবে।
এ বছর কাউন্সেলিংয়ের জন্য কোনো টাকা লাগছে না। পড়ুয়ারা অনলাইনেই কাউন্সেলিংয়ের প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। রাজ্যে ১৭ হাজার ২৮৮টি কমন সার্ভিস সেন্টার রয়েছে। ওই সব সেন্টারের মাধ্যমে কাউন্সেলিংয়ে অংশ গ্রহণ করা যাবে।
যাঁরা র্যাঙ্ক করবেন তাঁদের কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশনের জন্য কোনও টাকা লাগবে না। এই কমন সার্ভিস সেন্টারগুলির মাধ্যমে কাউন্সেলিং এবং রেজিস্ট্রেশনের সময় দিতে হবে না কোনও ফি। সরকারি ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসি কলেজ রয়েছে ১০টি। সে গুলিতে মোট আসন সংখ্যা ২ হাজার ৫৩।
আরও পড়ুনঃ দেশের নতুন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG) হলেন গিরিশ চন্দ্র মুর্মু
বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসি কলেজ রয়েছে ৮৬টি। সেখানে মোট আসন সংখ্যা ২৮ হাজার ৪৯৩। সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ১১ টি। আসন সংখ্যা ২ হাজার ২৮৩। ন’টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ২ হাজার ৬২। সব মিলিয়ে রাজ্যের ১১৬টি প্রতিষ্ঠানে মোট আসন সংখ্যা ৩৪ হাজার ৮৯১।
এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছে দেওঘরের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র সৌরদীপ দাস। দ্বিতীয় স্থান দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের ছাত্র শুভম ঘোষের। মেধাতালিকার তৃতীয় স্থানে রয়েছে রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের ছাত্রী সীমান্তি দে।
চতুর্থ স্থানে রয়েছে কলকাতার উৎসব বসু। পঞ্চম স্থান অর্জন করেছে দুর্গাপুরের পুর্নেন্দু সেন। মেধাতালিকার ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতার অঙ্কুর ভৌমিক। সপ্তম স্থানে রয়েছে সল্টলেকের সোহম সমাদ্দার। অষ্টম স্থানে রয়েছে অরিত্র দত্ত। পশ্চিম বঙ্গে পাশের হার ৭১ শতাংশ, বাইরের রাজ্যে পাশের হার ২৯ শতাংশ। কাউন্সিলিং সম্পর্কিত বিশেষ জিজ্ঞাসা থাকলে টোল ফ্রি নম্বরে ১৮০০-১০২৩-৭৮১, ১৮০০-৩৪৫০-০৫০ ফোন করে জানতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584