ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
ভোট চলাকালেই ভুয়ো ছবি, ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিচ্ছে বিজেপির আইটি সেল, বারেবারেই উঠে আসছে এই অভিযোগ। এবার তেমনই একটি চক্র ফাঁস করল রাজ্য পুলিশ।
উপরের ছবিটি রাজ্য পুলিশের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা
শনিবার টুইটারে দু’টি ফেসবুক অ্যাকাউন্টের ছবি পোস্ট করা হয়েছে রাজ্য পুলিশের টুইটার হ্যান্ডেল থেকে, যেখানে দেখা যাচ্ছে এক সপ্তাহের ব্যবধানে একই ভিডিয়ো দুটি ভিন্ন কারণ দেখিয়ে পোস্ট করা হয়েছিল। বাংলায় ভোট পরবর্তী যে অশান্তির খবর সামনে আসছে, সেই আগুন ছড়াতেই ওই ভিডিয়োটি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পোস্ট করা হয়েছে বলেই পুলিশের সন্দেহ। তদন্ত শুরু করেছে পুলিশ।
— West Bengal Police (@WBPolice) May 8, 2021
একই ভিডিও দিয়ে দুরকমের দুটি পোষ্ট করা হয়েছে। প্রথমবার ২৭ এপ্রিল ভিডিয়োটি পোস্ট করেন রহমত আলী হেলালী নামের এক ব্যক্তি। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লেখা তিনি বাংলাদেশের সিলেটের বাসিন্দা। ভিডিয়োটিকে ভোলার দৌলতখানের ঘটনা বলে দাবি করেন রহমত। তিনি জানান, মুসলিম যুবকের সঙ্গে হিন্দু তরুণীর বিয়ে ঘিরে অশান্তির ভিডিয়ো সেটি।
২৭ এপ্রিল ভিডিয়োটি পোস্ট করেন রহমত আলী হেলালী (সূত্র: অল্ট নিউজ)
৬মে ওই একই ভিডিয়ো মাহি বৈষ্ণব নামে অন্য একটি অ্যাকাউন্ট খেকে পোস্ট করা হয়। তাতে বলা হয়, বাংলায় প্রকাশ্য দিনের আলোয় ১৫-২০ জন গুন্ডা মিলে এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ এবং পরে খুন করে। ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়, ‘বাংলায় আসলে মানুষ থাকে না, শয়তানের বাস। বাংলার মানুষ এই ঘটনায় খুশি। বলছেন, যা হয়েছে ঠিক হয়েছে’।
আরও পড়ুনঃ সমালোচনা ঠেকাতেই ব্যস্ত মোদি সরকার, সম্পূর্ণ ব্যর্থ করোনা মোকাবিলায়: ল্যানসেট
৬মে ওই একই ভিডিয়ো পোস্ট করেন মাহি বৈষ্ণব (সূত্র: অল্ট নিউজ)
এই ধরণের সাইবার ক্রাইমে রাশ টানতে উদ্যোগী ভূমিকা নিয়েছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে রাজ্যে কোন হিংসার ঘটনা যাতে না ঘটে সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584