নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
আজ পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যান সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির কাঁথি শাখার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মৎস্য মন্ত্রী শ্রী অখিল গিরি মহাশয়কে সম্বর্ধনা দেওয়া হল।
তুলে দেওয়া হল স্মারক, শাল, ব্যাচ ও একটি গাছ। এছাড়া গৃহশিক্ষকরা যে বর্তমান কোভিড পরিস্থিতিতে খুব কঠিন অবস্থায় রয়েছে সেই বিষয়ে তাদের অসুবিধার কথা লিখিত আকারে তুলে দেওয়া হল মন্ত্রীর হাতে।
মন্ত্রী মহাশয় গৃহ শিক্ষকদের আশ্বাস দেন যে, আমি আপনাদের এই বিষয় গুলি রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরে জানাব। তার এই বক্তব্যে সমস্ত গৃহশিক্ষক ও শিক্ষিকাগণরা খুব খুব খুশি।
আরও পড়ুনঃ বিজেপির পঞ্চায়েত মেম্বারদের তৃণমূলে যোগদান জেলা সভাপতি আবু তাহের খানের হাত ধরে
উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা কার্যকারী সভাপতি প্রদীপ বেরা, কাঁথি পৌরসভা ইউনিটের সভাপতি বীরৎ চন্দ্র মন্ডল, সম্পাদক দিলিপ দাস, কোষাধক্ষ্য চন্ডী দাস, দেশপ্রান ব্লক ইউনিটের সভাপতি তপন ঘোষ, সম্পাদক তথা কাঁথি শাখার পর্যবেক্ষক দীপু খান। এছাড়া উপস্থিত ছিলেন খোকন হেতাল, দেবাশিষ সাউ, রাহুল পন্ডা, রীতেশ মন্ডল, সেখ নুরসেলিম, শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, নাফিসা খাতুন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584