নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
রাজ্যের বিদ্যালয়গুলিতে কতজন পড়ুয়ার কাছে স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপ, কম্পিউটার আছে, এই বিষয়ে রাজ্যের বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকদের কাছে একটি হিসাব চাইলো পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতর। সমস্ত বিদ্যালয়কেই এই নির্দেশ পাঠিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একটি চিঠির মাধ্যমে বিদ্যালয়গুলিতে ডিজিটাল পরিষেবা ব্যবহারকারী পড়ুয়াদের মোট সংখ্যা বা শতাংশের হিসাব জমা দিতে বলা হয়েছে।
“আপনাদের বিদ্যালয়ে ঠিক কতজন শিক্ষার্থীর কাছে ডিজিটাল ডিভাইস (স্মার্টফোন / কম্পিউটার / ল্যাপটপ) আছে তার একটি শতাংশের হিসাব আমাদের পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে”, জানানো হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে। ওই চিঠিতে আরও বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এই পরিসংখ্যান পাঠাতে হবে।
এবিষয়ে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য বুধবার বলেন, “আমাদের বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ৭০ শতাংশ থেকে ৮০ শতাংশের কাছেই স্মার্টফোন রয়েছে এবং আমরা কিছুদিন আগেই শিক্ষা দফতরে এ বিষয়ে একটি রিপোর্টও জমা দিয়েছি।”
আরও পড়ুনঃ আগেই লাইসেন্স সাসপেন্ড করা উচিত ছিল, ডিসান হাসপাতালকে তীব্র ভর্ৎসনা স্বাস্থ্য কমিশনের
তিনি আরও বলেন, বাকি ২০-৩০ শতাংশ পড়ুয়াদের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের পড়ানোর অডিও ক্লিপ তৈরি করে বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো হচ্ছে যেখান থেকে যাঁদের স্মার্টফোন নেই তাঁরা পয়েন্টগুলো নোট করতে পারবে।
আরও পড়ুনঃ যৌনকর্মী-তৃতীয় লিঙ্গদের জন্য ফ্রি রেশন-ডিজিটাল কার্ড, নির্দেশিকা জারি রাজ্যের
তিনি বলেন, “শুধু তাই নয়, আমরা অ্যান্ড্রয়েড সেট না থাকা পড়ুয়াদের জন্যও স্মার্ট ডিভাইসের ব্যবস্থা করার পরিকল্পনা করছি। এছাড়া আমরা সামাজিক দূরত্বের নিয়ম অনুসরণ করে পড়ুয়াদের ছোট ছোট দলে ভাগ করে পড়ানোর বিষয়েও ভাবতে পারি”।
পরিমল ভট্টাচার্য আরও বলেন, তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকার জন্য অপেক্ষা করছেন তাঁরা।
এক স্কুল শিক্ষা দফতরের আধিকারিক জানিয়েছেন, শহরের সরকারি বিদ্যালয়গুলির মধ্যে অন্তত ২০ টি বিদ্যালয় জানিয়েছে যে, তাঁদের ৭০ থেকে ৯০ শতাংশ ছাত্রছাত্রীদের কাছেই স্মার্টফোন বা ট্যাবলেট আছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584