নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে ডিসেম্বর মাসের ৭ তারিখ থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া। আগামী শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট বয়সে চারমাস ছাড় দিতে পারে স্কুল। এছাড়াও ভর্তির অন্যান্য নিয়মও নির্দিষ্ট করে দিয়েছে স্কুলশিক্ষা দপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড বিধি মেনে ৭ থেকে ১৪ ডিসেম্বর ভর্তির ফর্ম দেওয়া হবে। ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে হবে লটারি। স্কুলগুলিকে ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নেওয়া যাবে না প্রবেশিকা পরীক্ষা বা অভিভাবকদের ইন্টারভিউ। স্কুলে আসন বাড়াতে চাইলে স্কুলশিক্ষা দপ্তরের কমিশনারের কাছে আবেদন করতে হবে। এদিনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও স্কুলের প্রধান শিক্ষক মনে করলে নির্দিষ্ট ক্লাসে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের বয়স ৪ মাস কম বা বেশি হলে তা মঞ্জুর করতে পারেন।
আরও পড়ুনঃ দূষণ কমার নামগন্ধ নেই ওদিকে চলছে স্কুল, সুপ্রিম কোর্টের কড়া সমালোচনার মুখে দিল্লি সরকার
কোনও পড়ুয়া লটারির মাধ্যমে সুযোগ না পেলে সংশ্লিষ্ট জেলার ডিআইকে জানাতে হবে। বাড়ির কাছের কোনও স্কুলে ৩১ জানুয়ারির মধ্যে সেই পড়ুয়াকে ভর্তি করা হবে। শিক্ষার অধিকার আইন অনুযায়ী ১৪ বছর বয়স পর্যন্ত ও বিশেষ চাহিদা সম্পন্ন ১৮ বছর পর্যন্ত শিশুদের সবাইকে স্কুলশিক্ষার অধীনে আনতে উদ্যোগী রাজ্য সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584