নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
যোগ্যতা আছে, সুযোগ নেই। আর তাই যোগ্যতা প্রমাণের দাবিতে চাকরিপ্রার্থীরা মঙ্গলবার ঝাড়গ্রাম শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
ওয়েস্টবেঙ্গল এসএলএসটি ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল টিচার্স জব অ্যাসোসিয়েশন- নামের সংগঠনের ব্যানারে যুবক যুবতীরা মঙ্গলবার সমবেত হয়েছিলেন ঝাড়গ্রাম শহরের কলেজ মোড়ে।
এরপর বিক্ষোভ স্লোগান দিতে দিতে ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে জেলা শাসকের দফতরের সামনে হাজির হন তারা। সংগঠনের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন নীতির বিরোধিতা করে স্লোগান দেন তারা।
আরও পড়ুনঃ খড়্গপুর আইআইটি তে ‘গেট জ্যাম’ কর্মসূচি
এক বিক্ষোভকারী বলেন, “২০১৬ সালের পর থেকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি কার্যকর হয়নি। ডি ইএল ইডি ও বিএড পাশ করে বহু প্রশিক্ষিত বেকার যুবক-যুবতী চাকরির আবেদন করার সুযোগ পর্যন্ত পায়নি। তাই অবিলম্বে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সক্রিয় করতে হবে। সেইসঙ্গে মেধাতালিকা দুর্নীতি মুক্ত করে প্রকাশ্যে আনতে হবে।” এদিন ঝাড়গ্রামের জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভও দেখান তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584