বেকারির বিরুদ্ধে জুতো পালিশ করে প্রতিবাদ রাজ্য ছাত্র পরিষদের

0
154

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বেকারির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানাল রাজ্য ছাত্র পরিষদ। যুব সমাজের প্রাণ পুরুষ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী’তে জাতীয় যুব দিবসে নয়া কর্মসূচির ডাক দিল ছাত্র পরিষদ।

shoe polish | newsfront.co
জুতো পালিশ করে প্রতিবাদ ছাত্র পরিষদের। নিজস্ব চিত্র

সারা দেশ জুড়ে কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতি লক্ষ লক্ষ মানুষকে করেছে কর্মহীন, দেশ জুড়ে বেকার যুবকদের হাহাকার ও তাদের কর্মসংস্থানের দাবিতে “পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ” এদিনের এই যুব দিবসে “জুতো পালিশ” কর্মসূচি গ্রহণ করে।

protest | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন ছাত্র পরিষদের সভাপতি সহ অন্যান্য সদস্যরা মেট্রোরেল ভবনের (পার্ক স্ট্রিট, চ্যাটার্জি ইন্টারন্যাশানাল এর পাশে) সামনে পথ চলতি মানুষ জনের জুতো পালিশ করে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার বেকারির বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় এভাবেই প্রতিবাদ জানান।

student council | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ চিলাপাতা রেঞ্জ অফিসের তালা খুললেন বস্তিবাসীরা

ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ বলেন,’রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি দেশের অসংখ্য ছাত্র-যুবকে কর্মহীন করেছে, দেশের সেই লক্ষ লক্ষ বেকার ছাত্র-যুবদের কর্মসংস্থানের দাবিতে আজ জাতীয় যুব দিবসে পার্কস্ট্রীট মেট্রো রেল ভবনের সামনে রাজ্য ছাত্র পরিষদের ডাকে পথচলতি মানুষের প্রতীকী জুতো পালিশের মাধ্যমে প্রতিবাদ জানানো হল।’

এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্য ছাত্র পরিষদের সম্পাদক বিমান মণ্ডল, কলকাতা জেলা ছাত্র পরিষদের দেবজ্যোতি দাস, সম্পাদক ফারুক আহমেদ, মহঃ নিজাম সহ ছাত্র পরিষদের কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here