অন্তত ৩০ মিনিট আগে স্কুলে পৌঁছতে হবে পড়ুয়াদের, নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের

0
67

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

করোনা বিধি মেনে আগামী ১৬ নভেম্বর খুলছে স্কুলের দরজা। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন শুরু হবে রাজ্যের স্কুলগুলিতে। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল রাজ্যের সমস্ত স্কুল। করোনা আবহে ফের খুলতে চলেছে স্কুলের দরজা। তাই আগাম স্কুলগুলির জন্য করোনা বিধি নিয়ে নির্দেশিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ।

School open in bengal

মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশিত ওই নির্দেশিকায় বলা হয়েছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত খোলা থাকবে স্কুল। তবে ভিড় এড়াতে ক্লাস নেওয়া হবে আলাদা আলাদা সময়ে। একটি ক্লাসকে দুই বা তার বেশি ভাগে ভেঙে দিতে হবে। কোনওভাবেই একই জায়গায় পড়ুয়ারা যাতে জমায়েত না হয় সেই কারণে ক্লাস শুরু অন্তত ৩০ মিনিট আগে স্কুলে প্রবেশ করতে হবে পড়ুয়াদের। নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস হবে সকাল ১০ টা থেকে বেলা ৩ টে ৩০ মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে পড়ুয়াদের ক্লাস শুরুর আধ ঘণ্টা আগে অর্থাৎ সাড়ে ন’টার সময় স্কুলে পৌঁছে যেতে হবে।

অন্যদিকে, দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস হবে বেলা ১১ টা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত। এক্ষেত্রেও ক্লাস শুরুর আধ ঘণ্টা আগে অর্থাৎ সাড়ে দশটায় স্কুলে পৌঁছে যেতে হবে পড়ুয়াদের। স্কুলে প্রবেশ করার পর পড়ুয়াদের করোনা বিধি মেনে চলতেই হবে।

আরও পড়ুনঃ ৫০ শতাংশ যাত্রী নিয়ে রবিবার থেকে লোকাল ট্রেন চালুর নির্দেশ নবান্নের

১৬ নভেম্বরের আগে সমস্ত স্কুলে স্যানিটাইজেশনের কাজ সেরে ফেলতে হবে। পড়ুয়াদের মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার করা আবশ্যক। যাতে শারীরিক দূরত্বও মেনে চলা সম্ভব হয় সেদিকেও নজর রাখতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলের ভিতরেই প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারবেন।

আরও পড়ুনঃ আলাপন মামলা স্থানান্তর নয় দিল্লিতে, জানাল কলকাতা হাইকোর্ট, খারিজ ক্যাট-এর সিদ্ধান্ত

উল্লেখ্য, চলতি মাসের ২৫ তারিখ শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যে স্কুল খোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ নভেম্বর স্কুল খোলার নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু ওইদিন সরকারি ছুটি থাকার কারণে স্কুল খুলবে ১৬ নভেম্বর। আর তার আগে যত দ্রুত সম্ভব স্কুলগুলিতে স্যানিটাইজেশনের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here