মাধ্যমিক ২০২০-র রেজাল্টঃ প্রকাশিত মেধাতালিকায় প্রথম পূর্ব বর্ধমানের অরিত্র পাল

0
338

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা ২০২০-র ফল প্রকাশিত হল। এবারের পরীক্ষায় মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের অরিত্র পাল, তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৪।

Aritra Pal | newsfront.co
অরিত্র পাল। সংবাদ চিত্র

দ্বিতীয় স্থান অধিকার করেছেন দুইজন সয়ন্তন গড়াই এবং অভীক দাস তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯৩। তৃতীয় স্থানে আছেন তিনজন। বাঁকুড়ার সৌম্য পাঠক, পূর্ব মেদিনীপুরের দেবস্মিতা মহাপাত্র, উত্তর ২৪ পরগনার অরিত্র মাইতি। এদের প্রাপ্ত নম্বর ৬৯০। চতুর্থ স্থানে আছেন বীরভূমের অগ্নিদেব সাহা, প্রাপ্ত নম্বর ৬৮৯। পঞ্চম স্থানে আছেন অঙ্কিত সরকার, রাজস্মিতা মহাপাত্র, লীলা বসু মন্ডল, স্বস্তিকপ সরকার, প্রিন্স কুমার সিং। প্রাপ্ত নং ৬৮৮। ষষ্ঠস্থানে আছেন সৌনক বিশ্বাস, রিঙ্কিনী ঘটক, সাগ্নিক সিংহ, রাজিবুল ইসলাম, অর্চিস্মান সাহা।প্রাপ্ত নম্বর ৬৮৭।

আরও পড়ুনঃ মহিলা পড়ুয়াদের মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুরের দেবস্মিতা

সপ্তম হয়েছেন ১৭ জন। করণ দত্ত, ঋতম বর্মন, সোহম তামাং, অরণী চট্টোপাধ্যায়, অরিত্র মাঝি, সাগ্নিক মিত্র কেন্দুয়া, বর্ধমান সিএমএইচ হাইস্কুলের শৌভিক সরকার, দিব্যকান্তি ঘোড়ই, সম্প্রীতি কুণ্ডু, পিয়াস প্রামাণিক, সাহিত্য মণ্ডল, শহিদ মহম্মদ শামিম। প্রাপ্ত নম্বর ৬৮৬। অষ্টম হয়েছেন ১১ জন। নাসমিন আজাদ, মহম্মদ তাহিনুজ্জামান, সুপ্রতীক পণ্ডিত, অঙ্কিতা ঘোষ, শুভঙ্কর মাইতি। প্রাপ্ত নম্বর ৬৮৫।

নবমস্থানেঃ শ্রেয়া সর্দার, অঙ্কিতা মণ্ডল, অয়নদীপ সান্নিগ্রাহী, সাবানা হাতি, অনুশ্রী ঘোষ, উর্জশী মন্ডল, শুভদীপ ব্যানার্জি, তন্ময় বর, শুভদীপ বৈদ্য, সায়ক বনিক। প্রাপ্ত নম্বর ৬৮৪।

দশম স্থানেঃ সম্প্রতী রায়, অয়ন শেঠ, দেবাঞ্জন দে, সায়ন কর্মকার, রুপসা সাহা, জুনায়েদ হোসেন, দেবাত্রেয় দাস, শঙ্খশুভ্র চট্টোপাধ্যায়, অঙ্কন পাত্র, অঙ্কন দাস বৈরাগ্য, প্রভাত দত্ত, শেখ পারভেজ জিত, দেবায়ুদ ঘোষ, অনবেষা ভট্টাচার্য, শ্রীপর্ণা খাসপুরী, অদ্বিতীয়া পাণ্ডে, তৃষা সরকার, সায়ন বিশ্বাস, সোহম মাইতি, চয়নিকা মূর্ম, প্রিয়াংশু দাস, সাগ্নিক মুখার্জি, মেঘা মন্ডল। প্রাপ্ত নম্বর ৬৮৩।

মাধ্যমিকের প্রকাশিত মেধাতালিকায় স্থান করেছেন ৮৪ জন পরীক্ষার্থী। এই মেধাতালিকায় জেলার পরীক্ষার্থীদের জয়জয়কার। কলকাতার কোন পরীক্ষার্থী মেধাতালিকায় স্থান পায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here