পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ

0
601

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা ২০২০ ফলাফল প্রকাশিত হল। এখন ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করছেন মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education বা WBBSE) সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করছেন পর্ষদের সভাপতি।

WBBSE | newsfront.co
প্রতীকী ছবি

১৩৯ দিনের মাথায় ফল প্রকাশিত হচ্ছে। সবমিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১০,০৩,৬৬৬। ছাত্র সংখ্যা ৪,৩৭,৯৯৮ জন। ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি ১২.৭২ শতাংশ। ১,২৭,৬৭০ জন বেশি ছাত্রী। সাফল্যের হারে ছাত্রীরা সামান্য পিছিয়ে থাকলেও পর্ষদের সভাপতির বিশ্বাস, ছাত্রদের ধরে ফেলবে ছাত্রী।

চলতি বছর ১৮ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা (WBBSE Madhyamik Result 2020)। চলেছিল ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০,১৫,৮৮৮। ছাত্রী সংখ্যা ৫৭৬,০০৯। রাজ্যের মোট ২,৮৩৯ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ ১৯ জুলাই পর্যন্ত কনটেইনমেন্ট জোনে সম্পূর্ণ লকডাউন পশ্চিমবঙ্গে

গত বছর মাধ্যমিকে (WBBSE Class 10th Result 2019) সার্বিক পাশের হার ছিল ৮৬.০৪ শতাংশ। পাশের হারে এগিয়ে ছিল পূর্ব মেদিনীপুর (৯৬.০১ শতাংশ)। তারপরেই ছিল কলকাতা (৯২.১৩ শতাংশ), পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ইত্যাদি জেলা। প্রথম হয়েছিলেন পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের সৌগত দাস। তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৬৯৪। প্রথম দশে ছিলেন ৫১ জন। এবারের প্রকাশিত ফলে পাশের হারে নয়া রেকর্ড। পাশের হার ৮৬.৩৪ শতাংশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here