মোহনা বিশ্বাস, কলকাতাঃ
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষ প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল।২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে এবার মাধ্যমিক পরীক্ষা হয়নি। বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ভিত্তিতে মঙ্গলবার ফল প্রকাশ করল পর্ষদ। এই প্রথম মেধা তালিকা ছাড়াই প্রকাশ করা হল মাধ্যমিকের ফলাফল।
মধ্য শিক্ষা পর্ষদ আগেই জানিয়েছিল মঙ্গলবার সকাল ৯টা থেকে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। ছাত্রছাত্রীরা অবশ্য সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে তাঁদের রেজাল্ট জানতে পারবেন। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট মারফত পরীক্ষার্থীরা ফল জানতে পারবে। ফল জানা যাবে, www.wbbse.wb.gov.in, https://wbresults.nic.in, www.exametc.com– এই ওয়েবসাইটগুলিতে।
গত বছর পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ। এবছর একশো শতাংশ পরীক্ষার্থীই পাশ করেছে। নম্বরে খুশি না এমন পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার সুযোগ থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা হবে।
এ বছর মাধ্যমিকের মোট পরীক্ষার্থী ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯। এবার ছাত্র পরীক্ষার্থী ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০ জন এবং ছাত্রী পরীক্ষার্থী ৬ লক্ষ ১৩ হাজার ৮৪৯ জন। সর্বোচ্চ নম্বর ৬৯৭। ৭৯ জন এই নম্বর পেয়েছে। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, আজ মঙ্গলবারই পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে মার্কশিট এবং অ্যাডমিট কার্ড দেওয়া হবে। স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করা যাবে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার অভিভাবকদের হাতে দেওয়া হবে মার্কশিট। মার্কশিটের সঙ্গে মিলবে অ্যাডমিট কার্ড।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584