নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর দিনই সন্তানদের ভর্তি নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা দুর করতে একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ভর্তি শুরু হবে ১লা আগস্ট থেকে।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দোপাধ্যায় এক বিজ্ঞপ্তিতে রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণী সম্পন্ন বিদ্যালয়গুলোকে নির্দেশ দেন একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার নোটিশ আগামী ২০ই আগস্টের মধ্যে জারি করার। সেই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক রয়েছে তারা ১লা আগস্ট থেকে ভর্তি প্রক্রিয়া শুরু করবে। তবে প্রথমে নিজেদের পড়ুয়ারা ভর্তি হবে-১০ ই আগস্ট পর্যন্ত। তারপর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে ১১ই আগস্ট থেকে ৩১ ই আগস্ট পর্যন্ত।
ভর্তির ক্ষেত্রে মেধা প্রাধান্য পাবে। তবে কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের সিট আগের বছরের তুলনায় কমাতে পারবে না।
আরও পড়ুন:১০ অগস্ট থেকে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু অনলাইনে, ঘোষণা শিক্ষামন্ত্রীর
করোনা পরিস্থিতির দিকে নজর রেখে ভর্তির ক্ষেত্রে কভিড১৯ এর প্রোটোকল মেনে ভর্তি প্রক্রিয়া চালু রাখতে হবে। সে ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ায় ছাত্র-ছাত্রীরা নিজেরা না এসে অভিভাবকরা এসে যেন ভর্তি করেন সে ব্যাপারে উৎসাহ দিতে হবে। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব, পরতে হবে মাস্ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584