নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
মাধ্যমিক পরীক্ষায় স্কুলগুলিকে কড়া হুঁশিয়ারি পর্ষদের। করোনা পরিস্থিতির জেরে পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে পরীক্ষা বাতিল করে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। গতকাল পর্ষদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, জুলাই মাসের মধ্যেই মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট প্রকাশ করা হবে। কিভাবে নেওয়া হবে এই মূল্যায়ন, তার পরিকাঠামোও গতকাল ঘোষণা করা হয়েছে। তারপর আজ সেই প্রসঙ্গে স্কুলগুলিকে করা হুঁশিয়ারি দিল পর্ষদ। বলা হয়েছে, পরীক্ষার ফলাফলে নম্বর গরমিল হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।
আজ শনিবার পর্ষদ জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষায় ছাত্র ছাত্রীদের মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়ার ক্ষেত্রে কোনও গরমিল থাকলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মূল্যায়নের সময় নম্বর নিয়ে যাতে দুর্নীতি না হয়, সেজন্যই এই সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রয়োজনে নম্বরের রেজিস্ট্রার খাতাও চাইতে পারে পর্ষদ।
আরও পড়ুনঃ বাড়ল স্পেশাল মেট্রোর সংখ্যা, সোমবার থেকে ১৫ মিনিট অন্তর চলবে ৪০ টি ট্রেন
উল্লেখ্য, মাধ্যমিকের মূল্যায়ন হবে ৫০-৫০ ফর্মুলায়। জানানো হয়েছে, নবম শ্রেণির পরীক্ষার ফল থেকে ৫০ নম্বর এবং দশম শ্রেণির ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে ৫০ নম্বরের ওপর হবে ২০২১-এর মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন। অপরদিকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মূল্যায়ন হবে ২০১৯-এর মাধ্যমিকের ৪টি বিষয়ে পাওয়া সর্বোচ্চ নম্বরের ৪০ শতাংশের সঙ্গে যোগ হবে ২০২০-র একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৬০ শতাংশ। এর সঙ্গে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নম্বরও যুক্ত থাকবে।তবে দুই ক্ষেত্রেই পরীক্ষার্থী মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হলে দিতে পারবেন লিখিত পরীক্ষা। সেক্ষেত্রে লিখিত পরীক্ষার নম্বরই চূড়ান্ত হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584