মাধ্যমিকে ১০০ শতাংশ পাস, একাদশ শ্রেণিতে ভর্তির আসন সংখ্যা বৃদ্ধি শিক্ষা সংসদের

0
79

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনা পরিস্থিতির জেরে এবছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। নবম শ্রেণির নম্বর মূল্যায়ণ করে মাধ্যমিকের ফল প্রকাশ করেছে সংসদ। এবার মাধ্যমিক উত্তীর্ণদের জন্য সুখবর দিল শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে একধাক্কায় বেড়ে গেল ভর্তির উর্ধ্বসীমা।

Students
সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, এখন থেকে প্রত্যেক স্কুলগুলিতে ২৭৫ জন পড়ুয়া থেকে বাড়িয়ে ৪০০ জন ভর্তি হতে পারবে। সূত্রের খবর, মাধ্যমিকে ১০০ শতাংশ পাশের কারণে পড়ুয়াদের ভর্তি হতে যাতে কোনও সমস্যা না হয় সেই কারণে ভর্তির আসন বাড়ানোর জন্য বিকাশ ভবনে আবেদন করে সংসদ। সেই অনুমতি মিলতেই এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

GOVT circular on admission
বিজ্ঞপ্তি

এতদিন পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে স্কুলে স্কুলে ছাত্র-ছাত্রীদের আসন সংখ্যা ছিল সর্বাধিক ২৭৫ জন। এবার সেই আসন সংখ্যার থেকে অতিরিক্ত ১২৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে।

আরও পড়ুনঃ কোটা কর্মসূচির আওতায় মেডিক্যাল ও ডেন্টাল কোর্সে নয়া সংরক্ষণ ঘোষণা কেন্দ্রের

নতুন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রত্যেক স্কুলে একাদশ শ্রেণিতে এখন থেকে ৪০০ জন পড়ুয়া ভর্তি হতে পারবেন। আগে এর উর্ধ্বসীমা ছিল ২৭৫। এদিকে, রাজ্যের স্কুলগুলির পরিকাঠামো নিয়ে প্রশ্ন করা হলে দক্ষিণ দমদমের এক স্কুলের প্রধান শিক্ষক বলেন, “আজ এই বিজ্ঞপ্তিটা আমাদের হাতেও এসে পৌঁছেছে। অনলাইন ক্লাসের ক্ষেত্রে এই সংখ্যাটা তেমন কিছুই নয়, কিন্তু যখন অফলাইন ক্লাস শুরু হবে, তখন সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here