শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
প্রাক প্রাথমিক শ্রেণি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে ভর্তি এবং মাধ্যমিক পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফর্ম ফিলাপের পদ্ধতি আগেই শুরু করেছিল স্কুল শিক্ষা দফতর। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নন-ল্যাব প্রজেক্ট ওয়ার্ক জমা দেওয়ার নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
শিক্ষা সংসদের তরফের বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। আর স্বাভাবিকভাবেই এই নির্দেশের পর শিক্ষক-শিক্ষিকাদের জল্পনা, মাধ্যমিকের পর এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শুরু করে দিল শিক্ষা সংসদ।
মঙ্গলবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের নির্দেশিকা পাঠিয়ে সকল ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আগামী বছর অর্থাৎ ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নন ল্যাব প্রজেক্ট নোটবুকগুলি সংগ্রহ করতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ ১১ মাস পর ফল প্রকাশ, ছাত্র বিক্ষোভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
শুধু সংগ্রহ নয়, প্রজেক্ট নোটবুকগুলি সংগ্রহ করে শিক্ষক-শিক্ষিকাদের মূল্যায়ন করে তার নম্বর পাঠাতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে। ২০২১ সালের ২২ জানুয়ারির মধ্যে মূল্যায়ন করা নম্বর পাঠাতে হবে সংসদের আঞ্চলিক কার্যালয়গুলিতে। তবে সেক্ষেত্রে সংসদের তরফে প্রজেক্ট ওয়ার্কগুলি পাঁচ পাতার মধ্যেই রাখতে বলা হয়েছে।
প্রত্যেক বছরই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নির্দিষ্ট বিষয় থাকে কোন কোন প্রসঙ্গ প্রজেক্ট ওয়ার্কের মধ্যে নথিবদ্ধ করতে হবে। এক্ষেত্রে কোন কোন প্রসঙ্গে প্রজেক্ট ওয়ার্ক করতে হবে সেই বিষয়ে স্কুলগুলি ছাত্র-ছাত্রীদের জানিয়ে দেবে বলেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর পাড়ায় লিফলেট বিলি করলেন নাড্ডা
মূলত এই প্রজেক্ট ওয়ার্ক এর নম্বর উচ্চমাধ্যমিকের মোট নম্বরের সঙ্গে যোগ হয়। এক্ষেত্রে ইতিহাস, বাংলা, ইংরেজির মত নন ল্যাব বিষয়গুলির ক্ষেত্রে পরীক্ষা প্রস্তুতি কার্যত শুরু হয়ে গেল বলেই মনে করা হচ্ছে।
সূত্রের খবর, জুন মাসেই তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে ২০২১ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রস্তাবিত রুটিন ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ শিক্ষা দফতরে পাঠিয়ে দিয়েছে বলেও সূত্রের খবর। আর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জারি করা নির্দেশিকার মাধ্যমে কার্যত স্পষ্ট, মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করতে চাইছে শিক্ষা সংসদ। ‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584