ডব্লিউবিসিএস-সহ রাজ্য সরকারের একাধিক নিয়োগের পরীক্ষা স্থগিত করল পাবলিক সার্ভিস কমিশন

0
75

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত! তাই ডব্লিউবিসিএস সহ রাজ্য সরকারের অনেকগুলো উচ্চপদে নিয়োগের পরীক্ষা স্থগিত ঘোষণা করল পাবলিক সার্ভিস কমিশন। আগামী ৭ মে থেকে ৩০ জুন অব্দি যে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল, তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

Public service commission | newsfront.co
ফাইল চিত্র

লিখিত পরীক্ষাগুলির নতুন দিনক্ষণ পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। তবে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নতুন কোনো ঘোষণা হবে না বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

WBCS notice | newsfront.co

আগামী ১৭, ১৮, ১৯ এবং ২১ মে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস ২০২০-র লিখিত মেইন পরীক্ষা হওয়ার কথা ছিল। তাও বাতিল করা হয়েছে। আগামী ৩০ মে ডব্লিউবিসিএস ২০২১-এর প্রিলিমিনারি পরীক্ষার কথা ছিল। কিন্তু বিজ্ঞপ্তিতে বাতিল ঘোষণা করা হয়েছে এটিও।

আরও পড়ুনঃ ভারত থেকে যাত্রীবাহী বিমান পরিষেবা আপাতত ১৫ মে পর্যন্ত বন্ধ রাখল অস্ট্রেলিয়া

১৩ জুন রাজ্য অডিট ও অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট ২০২০-র প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল। স্থগিত ঘোষণা হয়েছে সে পরীক্ষাও। সিভিল সার্ভিসের মতো পরীক্ষায় সিলেবাস বিশাল, ফলে অনির্দিষ্টকাল ধরে প্রস্তুতি চালিয়ে যাওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পরীক্ষার্থীদের কাছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here