ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল ঘোষিত হলো। বোর্ড জানিয়েছে ৯৯.৫ শতাংশ পরীক্ষার্থীই পাশ করেছেন। ১৩ অগাস্ট থেকে শুরু হবে কাউন্সেলিং। দুপুর সাড়ে তিনটে থেকে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ‘Rank card of WBJEE-2021′ -এই ফাইলটি ডাউনলোড করতে হবে। তাতেই পাওয়া যাবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল।পরীক্ষার্থীদের জন্য রয়েছে দুটি ওয়েবসাইট — wbjeeb.nic.in এবং wbjeeb.in ; এই দুটি ওয়েবসাইট থেকেই জানা যাবে ফল, এমনটাই জানিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ আগস্ট থেকে শুরু হবে কাউন্সেলিং। উত্তীর্ণদের কাউন্সেলিং পুস্তিকা ভাল করে পড়ে দেখে নেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড। পাশাপাশি বোর্ড এও জানিয়েছে যে কাউন্সেলিংয়ের জন্য অন্তত একবার রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। ১৭ জুলাই পরীক্ষাগ্রহণের কুড়ি ডিজ পরে প্রকাশিত হল ফল। মোট পরীক্ষার্থী ছিলেন ৯২ হাজার ৬৯৫ জন।
প্রথম দশ জনের মধ্যে রয়েছেন:
প্রথম : পাঞ্চজন্য দে
দ্বিতীয় : সৌম্যজিৎ দত্ত
তৃতীয়: ব্রতীন মণ্ডল
চতুর্থ : অঙ্কিত মণ্ডল
পঞ্চম: গৌরব দাস
ষষ্ঠ : আযুষ গুপ্ত
সপ্তম : ঋতম দাসগুপ্ত
অষ্টম: সপ্তর্ষ ভট্টাচার্য
নবম : ঋষভ কেজরীবাল
দশম: সৌহার্দ্য দত্ত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584