অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
এফসি গোয়াকে একবার নয়, দু’বার হারানোর সুযোগ পেয়েছিল তাঁর দল, মনে করেন এসসি ইস্টবেঙ্গলের প্রধান কোচ রবি ফাউলার। চলতি আইএসএলে প্রথমবারের মতো দ্বিতীয়বারেও তাদের ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়। কিন্তু দু’বারেই তাঁরা জিততে পারতেন বলে মনে করেন ব্রিটিশ কোচ ফাউলার।
শুক্রবার রাতে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, “আমাদের দলের অনেক উন্নতি হয়েছে। আজকের ম্যাচে তো আমরাই আধিপত্য করেছি। অনেক সুযোগও পেয়েছি। কিন্তু বল জালে জড়াতে পারিনি। আজকের ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিকই পাওয়া গিয়েছে। কিন্তু একটাই নেতিবাচক ব্যাপার, আমরা জিততে পারিনি আর অনেক সুযোগ নষ্ট করেছি।”
শুক্রবার ফতোরদা স্টেডিয়ামে ১-১ ড্র করে প্রথম মিনিটে পাওয়া পেনাল্টির সুযোগ হাতছাড়া করার মাশুল দিতে হয় এসসি ইস্টবেঙ্গলকে। ৩৯ মিনিটের মাথায় আলবার্তো নগুয়েরার বাড়ানো থ্রু থেকে গোল করে এফসি গোয়াকে এগিয়ে দেন ইগর অ্যাঙ্গুলো।
আরও পড়ুনঃ দল ঘোষণা শুক্রবার শুরু বাংলার অনুশীলন, নেই মনোজ
৬৫ মিনিটের মাথায় অ্যান্থনি পিলকিংটনের ফ্রি কিক থেকে পাওয়া গোলে সমতা আনেন ড্যানিয়েল ফক্স। সমতা আসার পরই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় গোয়ার নির্ভরযোগ্য মিডফিল্ডার এডু বেদিয়াকে। তা সত্ত্বেও ব্যবধান বাড়াতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। এই নিয়ে তাদের সাতটি ম্যাচ ড্র হল।
আরও পড়ুনঃ পেনাল্টি-সহ একাধিক সুযোগ নষ্টে গোয়া ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল
তাঁর দলের এই পারফরম্যান্সে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তাঁদের পারফরম্যান্সের কথা মনে পড়ে গেল বলে জানান লিভারপুলের প্রাক্তন তারকা ফাউলার। তিনি বলেন, “গত ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধেও ভাল খেলেছিলাম। আজও সে রকমই এফসি গোয়ার বিরুদ্ধে ভাল খেলেছি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমাদের পারফরম্যান্স অসাধারণ ছিল। আমরা এফসি গোয়ার বিরুদ্ধে দুটো ম্যাচই জিততে পারতাম আর দুটোই ড্র হলো কেন এটা মানতে পারছি না একদমই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584