নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দিল্লির এক আইনজীবি সৌরভ শর্মাকে দিল্লি পুলিশ ৫০০ টাকা জরিমানা করে, মাস্ক না পরার কারণে; ঘটনাচক্রে তখন তিনি একাই নিজের গাড়ি চালিয়ে অফিস যাচ্ছিলেন। দিল্লি পুলিশের এই জরিমানাকে চ্যালেঞ্জ করে সৌরভ শর্মা দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের করেন, তাঁর ওই ৫০০ টাকা জরিমানা ফেরত এবং পাবলিক প্লেসে তাঁর মানসিক হেনস্থার জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে।

পিটিশনে তিনি জানিয়েছেন যেহেতু তিনি তখন একাই গাড়িতে ছিলেন এবং নিজেই গাড়ি চালাচ্ছিলেন সেজন্য তাঁর মাস্ক পরা বাধ্যতামূলক নয়। ঘটনাস্থলে তিনি পুলিশকে এও বলেন যে, দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির গাইডলাইন মেনেই তিনি একথা বলছেন কিন্তু পুলিশ তাঁর কোনো কথাই শোনেনি। ৯ সেপ্টেম্বর, ২০২০ এই ঘটনাটি ঘটে।
আরও পড়ুনঃ সৌরভ – লক্ষ্মীর বিজেপি যোগের জল্পনা বাড়ালেন শমীক
এই মামলার শুনানিতেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক হলফনামা জমা দিয়ে জানায় যে স্বাস্থ্য মন্ত্রক এমন কোনো নির্দেশিকা দেয়নি যে, কোন ব্যক্তি একলা গাড়ি চালালেও তাঁর মাস্ক পরা বাধ্যতামূলক। তবে স্বাস্থ্য যেহেতু রাজ্যের বিষয় সেক্ষেত্রে কেন্দ্রের আলাদা কোনো বক্তব্য থাকে না। এই বিষয়টি রাজ্যের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে একই সাথে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করে।
আরও পড়ুনঃ কাটোয়ায় চাল সংগ্রহ অভিযান কর্মসূচির সূচনা নাড্ডা’র, দিলেন রাধাগোবিন্দ মন্দিরে পুজো
অন্যদিকে দিল্লি সরকার জানিয়েছে এবিষয়ে তারা আগেই নির্দেশিকা দিয়ে জানিয়েছিল যে, পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক। এ প্রসঙ্গে সুস্পষ্ট গাইডলাইন আছে দিল্লি সরকারের, কোন ব্যক্তি যখন নিজের গাড়ি নিয়ে রাস্তায় বেরোচ্ছেন বা অফিস যাচ্ছেন কোনভাবেই এটি তাঁর ব্যক্তিগত মালিকানার জায়গা নয়, তিনি পাবলিক প্লেসে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলেও সেটা পাবলিক প্লেসের মধ্যেই পড়ে অতএব ৫০০ টাকা জরিমানা একেবারেই আইনসংগত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584