মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
ঘূর্ণিঝড় আমপানের ক্ষত এখনো সারেনি। এর মধ্যেই মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো দক্ষিণবঙ্গে অবস্থান করছে একটা নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই বুধবার সন্ধ্যা থেকে ফের শুরু হয়েছে তুমুল বৃষ্টি। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। এদিন রাতে দফায় দফায় বৃষ্টি হয়। এরপর বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের কারণে সপ্তাহজুড়ে চলবে বৃষ্টি। সঙ্গী হিসাবে থাকছে কালবৈশাখী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতার সঙ্গে বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আগামী ৩-৪ ঘণ্টার মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে চলেছে। বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও দফায় দফায় চলবে বৃষ্টি।
আরও পড়ুনঃ দিলীপকে ওপেন চ্যালেঞ্জ রাজীবের
বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ধাপায় ৬৫ মিলি মিটার, ঠনঠনিয়াতে ৫৮ মিলি মিটার, বালিগঞ্জে ৩৫ মিলি মিটার, কালীঘাটে ৩০ মিলি মিটার, নিউ মার্কেট এলাকায় ৫৯ মিলি মিটার, উল্টোডাঙায় ৩০ মিলি মিটার, তপসিয়াতে ৪২ মিলি মিটার, জোকায় ৪৩ মিলি মিটার, পামার বাজারে ৩৮ মিলি মিটার বৃষ্টি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584