নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বেশ কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ বুধবারেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। একই সঙ্গে অসম, মেঘালয় টানা তিন-চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস।
মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ উত্তরবঙ্গে সক্রিয়। হিমালয়ের পাদদেশ এলাকায় মৌসুমী অক্ষরেখার অবস্থান। দক্ষিণ দিকে বাতাসে বওয়ার কারণে সাগর থেকে আসছে প্রচুর জলীয় বাষ্প। এর প্রভাবেই আগামী কয়েকদিন ভারী বৃষ্টি উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ও উত্তরবঙ্গে।
আরও পড়ুনঃ বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধিতে নিষেধাজ্ঞা রাজ্যের
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। বুধবারে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ৭০ থেকে ২০০ মিলিমিটার অর্থাৎ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং-সহ পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।
আরও পড়ুনঃ মাস্ক ছাড়া বেরলেই এবার দিতে হবে জরিমানা, সতর্কবার্তা নগরপালের
অন্যদিকে, বেলা গড়িয়ে বিকেল হতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা-সহ বিভিন্ন জেলায়। সোমবারের মতো মঙ্গলবারও কলকাতা ও সংলগ্ন এলাকায় বিকেলেই নামল সন্ধে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী কয়েকদিনে রাজ্যজুড়ে বৃষ্টি চলবে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584