Weather Update: ফের নিম্নচাপের ভ্রুকুটি, পুজোয় অষ্টমী থেকে দশমী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

0
101

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

নিম্নচাপের ভ্রুকুটি দুর্গাপুজোতেও। আলিপুর আবহাওয়া দপ্তরের বুধবারের পূর্বাভাস শোনালো এমনই দুসংবাদ। পূর্বাভাস অনুযায়ী অষ্টমীর রাত থেকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা, এই বৃষ্টি চলার সম্ভাবনা দশমী পর্যন্ত।

Rainfall
প্রতীকী ছবি

পূর্বাঞ্চলী আবহাওয়া অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১০ অক্টোবর একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর আন্দামান সাগরে। এই নিম্নচাপের জেরে অষ্টমীর রাত থেকেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৮ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় শুরু হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে অষ্টমীর দুপুর পর্যন্ত আবহাওয়া ভালো থাকবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ বাংলায় আছড়ে পড়ছে একের পর এক সাইক্লোন, বিপর্যয় মোকাবিলায় বড় সিদ্ধান্ত নবান্নের

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরের নিম্নচাপটি দশমীর দিন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে বিজয়ওয়াড়ার মধ্যে স্থলভাগে প্রবেশ করবে। এর জেরে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটকে। তবে তার প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here