গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
আবহাওয়া অফিস জানিয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ঘন কুয়াশার দাপট থাকবে। এমনকি চলতি সপ্তাহের শেষের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকছে। আগামী ২-৩ দিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৪ ডিগ্রি বেশি থাকবে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ক্রমশ তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। উল্লেখ্য, গত ২৪ ঘন্টার সর্বশেষ প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী,
আরও পড়ুনঃ একুশের বাংলা নির্বাচনে মহিলা ভোট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর
সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সকাল ৮ টা ৩০ মিনিটে ৮৩ শতাংশ ও বিকেল ৫ টা ৩০ মিনিটে ৪৯ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ ২.২ মিলিমিটার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584