নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন উত্তরের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টি হবে। বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। ইতিমধ্যেই উত্তরের জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে চলায় বাড়ছে বন্যার আশঙ্কাও। প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় নামতে পারে ধসও।
অপরদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার আকাশ মেঘলা থাকবে, বুধবার থেকে শুরু হবে বৃষ্টি।
আরও পড়ুনঃ রাজ্যে বিধিনিষেধ বাড়ল ১৫ জুলাই পর্যন্ত, বাস পরিষেবা চালুর ঘোষণা মমতার
উল্লেখ্য, গত ২৪ ঘন্টার সর্বশেষ প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584