উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

0
58

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

দক্ষিণবঙ্গে মাঝারি থেকে হাল্কা বৃষ্টি হলেও আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

Heavy rain | newsfront.co
প্রতীকী চিত্র

মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তের জোড়া ধাক্কায় চলতি সপ্তাহে কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হাল্কা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এ কথা আগেই জানিয়েছিল আলিপুর। আগামী কয়েকদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। যদিও বৃষ্টির ফলে তাপমাত্রার কিছুটা হেরফের হয়েছে তাও সামান্য আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

আরও পড়ুনঃ মাধ্যমিকের ভার্চুয়াল ফলপ্রকাশের দিকেই পাল্লা ভারি, মার্কশিট মিলবে পরে

আজ, মঙ্গলবার সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ ৯ জুলাই থেকে রাজ্যের কনটেইনমেন্ট জোনে সম্পূর্ণ লকডাউন

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দুই দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, মৌসুমী অক্ষরেখা ক্রমাগত হিমালয়ের পাদদেশীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প সংগ্রহ করেছে এই মৌসুমী অক্ষরেখা। আর এর জেরেই আগামী ৯ থেকে ১২ জুলাই উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। চারদিন ধরে লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে ভূমিধস নামতে পারে পাহাড়ি এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here