মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
পয়লা জুন কেরলে ঢুকে পড়লেও, বর্ষা বাংলায় এখনও প্রবেশ করেনি। আর কতদিন বর্ষার অপেক্ষায় থাকতে হবে বঙ্গবাসীকে? এ বিষয়ে দিনক্ষণ আগাম না জানালেও আগামী কয়েকদিনে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বজায় থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, কয়েকঘন্টার মধ্যে হাওড়া ও হুগলির জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুনঃ বদলে গেল উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার দিন, ঘোষণা শিক্ষামন্ত্রীর
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। বুধবার থেকে রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584