নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বাংলায় ইতিমধ্যেই বর্ষার আগমন ঘটেছে। এবছর দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে একসঙ্গে বর্ষা প্রবেশ করবে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বভাস মিলে গেছে। দুই বঙ্গেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, বুধবার থেকে আগামী চারদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুনঃ ‘হীরক রাজার দেশে’ বলে ফের আক্রমণ রাজ্যপালের
সিকিমের আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা মঙ্গলবার বলেন, পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন অঞ্চলে বায়ু মন্ডলের উপরের স্তরে ঘূর্ণাবর্ত অবস্থানের কারণে আগামী চারদিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অতি বর্ষণের আশঙ্কায় সতর্ক হয়েছে কৃষি ও সেচ দফতরও। সংশ্লিষ্ট জেলাগুলিও ভারী বৃষ্টির আশঙ্কায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584