মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
এই মুহূর্তে করোনার জ্বালায় জর্জরিত পশ্চিমবঙ্গ। করোনা মোকাবিলায় চলছে লকডাউন। এর মধ্যেই কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মে মাসের শুরুতেই টানা ৮দিন ধরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আছড়ে পড়বে কালবৈশাখী।
অর্থাৎ, ১মে থেকে ৮মে পর্যন্ত প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানায় হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেয়নি আবহাওয়া দপ্তর।
বিহারের সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যা বঙ্গোপসাগর থেকে আসা বাতাসে ঘনীভূত হয়েছে। এই কারণেই দীর্ঘ এলাকা জুড়ে তৈরি হয়েছে ঘন মেঘ। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে চলতে পারে কালবৈশাখীর দাপট।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584