নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বাংলা ক্যালেন্ডারে আশ্বিন মাস শেষ হতে চলল। এদিকে, ইংরেজির অক্টোবর মাসে পদার্পণ করেছে রাজ্য। এখনও রাজ্যজুড়ে গরম যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে তাতে মনে হচ্ছে, এ যেন মার্চ-এপ্রিল! ভ্যাপসা গরমে একেবারে নাজেহাল দশা বাংলার।
সকাল হতে না হতেই কাঠফাটা রোদে তাতছে মাটি। তবে কি এবার বৃষ্টি হবে? নাহ্, এবার আর তেমন কোনও স্বস্তির খবর শোনাতে পারল না আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, আগামী কয়েকদিন সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই ঠিকই, তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুনঃ নবান্ন থেকে ভার্চুয়ালি জেলার ১১০ টি পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। শহরে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২৬.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584