নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। রবিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। অতি ভারী বৃষ্টি হবে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু এলাকায়।
২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। ভারী বৃষ্টি হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত রাখা হল
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৬ থেকে ৯০ শতাংশ। বৃষ্টি হয়েছে খুবই সামান্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584