উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, পাহাড়ে নামতে পারে ধস

0
64

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

সূর্যের আলোয় ঝলমল করা আকাশে এই রোদ এই মেঘলা। কখনও বা স্বচ্ছ নীল আকাশে মেঘের দেখা নেই কিন্তু বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। আবার কখনও হাল্কা বৃষ্টি হচ্ছে মাত্র পাঁচ মিনিটের জন্য। দক্ষিণবঙ্গে আষাঢ়ের চিত্রটা এমনই। কিন্তু এর ঠিক উল্টো চিত্রটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বন্যাও। ফলে একাধিক পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও তৈরি হয়েছে।

road damage | newsfront.co
প্রতীকী চিত্র

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে একটানা অতি ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই পাঁচ জেলায় ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে কয়েকটি জায়গায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং-এও।

ফলে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ধ্বস নামার সম্ভাবনা রয়েছে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এই প্রবল বর্ষণের জেরে জেরে বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে তরাই ও ডুয়ার্সে। পাহাড়ের কোথাও কোথাও নামতে পারে ধস। শিলিগুড়িতে ১২৬ মিমি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতি নিয়ে খড়্গপুরে বৈঠক ডিজির

জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে ১০৯ মিমি। হাসিমারায় ২২৬ মিমি বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার শহরে বৃষ্টি হতে পারে ২৩৮ মিমি। কোচবিহারে ১৭৫ মিমি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যাপক বৃষ্টি হবে উত্তর দিনাজপুরেও। পাহাড়ে দার্জিলিংয়ে ২৭৯ মিমি বৃষ্টি হতে পারে। কালিম্পংয়ে ২৬০ মিমি। প্রায় একই হারে বৃষ্টি হতে পারে ভুটান পাহাড়ে।

আরও পড়ুনঃ অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখতে আমন্ত্রণ মমতাকে

দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে তাতে আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে না। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ পূর্বের জেলাগুলি থেকে কম হবে।

অন্যদিকে, কলকাতাতেও আংশিক মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি চলবেই। এমনটা জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭০ থেকে ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩.৮ মিলিমিটার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here