কলকাতায় উধাও শীত! চড়ল পারদ

0
95

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বছরের শুরুতে হঠাতই উধাও হল শীত। মাত্র কয়েকদিন ঠাণ্ডা উপভোগ করতে না করতেই ফের গরমের উপলব্ধি নগরবাসীর। এবার শীতপ্রেমীদের মন আরও খারাপ করার মত খবর শোনাল আবহাওয়া দপ্তর।

Kolkata Weather | newsfront.co

জানাল, দিনে গরম, রাতে সামান্য শীত। আগামী কয়েকদিন এমনই থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির আবহাওয়া। আজ, বৃহস্পতিবার শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। গত ৫ দিনে মহানগরীতে ৫ ডিগ্রির বেশি তাপমাত্রা বাড়ল।

গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। আজ কলকাতায় পরিষ্কার আকাশ রাতে ও সকালে শীতের সামান্য আমেজ থাকলেও বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে।

আরও পড়ুনঃ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে

আগামী কয়েকটা দিন তাপমাত্রার পারদ এরকমই থাকবে বলে জানায় হাওয়া অফিস। মকরসংক্রান্তির আগে পারদ নামার সম্ভাবনা কম। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। বাড়ছে পুবালী হাওয়ার দাপটও। আপাতত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশিই থাকবে। রাতে ও সকালে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় বাড়বে তাপমাত্রা, হবে অস্বস্তি। আবহাওয়া দপ্তর সূত্রে এমনই তথ্য পাওয়া গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here