নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমান বাড়বে বৃহস্পতিবার থেকে, দার্জিলিং সহ উত্তরের পাঁচ জেলায় সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। কিন্তু দক্ষিণবঙ্গের জন্য আগামী চার-পাঁচদিন সুখবর নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সম্ভাবনা শুক্রবার। ভারী থেকে অতি ভারী বৃষ্টি জলপাইগুড়ি এবং কোচবিহারে। শুক্র ও শনিবারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্ধ্র প্রদেশ ও ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। যা গুজরাট থেকে নিম্নচাপ অক্ষরেখা ওড়িশা ও ছত্তীসগঢ়ের ওপর দিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। গুজরাটের সৌরাষ্ট্র উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। এর ফলে দক্ষিণবঙ্গে না হলেও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্যাচপ্যাচে ঘামে ভিজতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।
আরও পড়ুনঃ দ্বিতীয় তরঙ্গে ফের আক্রান্ত ভারতের প্রথম কোভিড পজিটিভ
আজ, বুধবার কলকাতার আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭. ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ১০ মিলিমিটার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584