অন্যরকম সমাজসেবা

0
132

নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ

সমাজকল্যাণ সংস্থা ‘ওয়েবস্টার’ সারাবছর নানা ধরনের সমাজ সেবামূলক কাজ করে। কিন্তু এই করোনার সময়ে তার থেকে একটু আলাদা কাজ করছে এই সংস্থা। দুর্গা পুজোর সময় বিভিন্ন অনাথ আশ্রমের শিশুদের, পথ শিশুদের ও কিছু আদিবাসী গ্রামের বাচ্চাদের পুজো উপলক্ষে নতুন জামকাপড় দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।

Webstar organisation | newsfront.co

করিমপুর, নদীয়া জেলার আদিবাসী গ্রাম রামচন্দ্রপুরের গ্রামের সব বাচ্চার খাদ্য ও শিক্ষার দায়িত্ব নিয়েছে ওয়েবস্টার। এই সময় সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি চালাচ্ছে এই সংস্থা। বিভিন্ন জায়গায় রেশন (যেমন চাল, ডাল, আলু, তেল সোয়া বিন ও সাবান) পৌঁছে দিচ্ছেন সংস্থার সঙ্গে যুক্ত মানুষেরা। এঁরা মূলত নদীয়া জেলায় কাজ করছেন। কল্যানী অঞ্চলের হরিজন পাড়ায় বেশ কিছু দিন ধরে কাজ করছেন এঁরা।

আরও পড়ুনঃ শিক্ষক শুদ্ধসত্ত্ব মান্নার তুলিতে নৃত্য দিবস

কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের দেব পাড়া, রুই পুকুর গ্রাম পঞ্চায়েত এলাকাগুলির অনেকটা অংশে প্রতিদিন খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। তেহট্ট ব্লক ১ এবং ২ এর বেশ কিছু অঞ্চলে ও কাজ চলছে। নদীয়া ছাড়াও বর্ধমান জেলার কাটোয়া এবং কলকাতার উত্তর চব্বিশ পরগনার সোদপুরে কাজ করে এই সংস্থা।

সদস্যরা নিজেদের সাধ্য অনুযায়ী যে যা পেরেছেন সাহায্য করেছেন। বহু মানুষ এঁদের কাজকর্ম দেখে, সাহায্য করতে এগিয়ে এসছেন। সমর্থন করেছেন। পুলিশ কর্মী, সাংবাদিক, স্বাস্থ্য কর্মী ও দিন মজুর যারা এই পরিস্থিতি তে ও কর্মরত এবং বাড়ির বাইরে বেরোচ্ছেন, তাঁদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয় সংস্থার তরফে।

আগামী দিনে এই ভাবেই মানুষের সেবায় নিজেদের নিযুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন বলে আশাবাদী সংস্থার সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here