এগরায় পাঠ‍্যপুস্তক প্রদান উইকেয়ারের

0
82

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

রবিবার পূর্ব মেদিনীপুরের এগরার অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা এগরা উইকেয়াররের উদ‍্যোগে এক ঘরোয়া অনুষ্ঠানে সংস্থার “শিক্ষাদিশারি ” প্রোজেক্টের মাধ‍্যম একাদশ শ্রেণীর বারো জন দুঃস্থ মেধাবী পড়ুয়ার হাতে পাঠ‍্যপুস্তক ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষে কুমুদ ভূঞ‍্যা জানান, তাঁদের সংস্থার পক্ষ থেকে ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে বর্তমান শিক্ষাবর্ষে মাধ্যমিক পাশ করা আবেদনকারী ছাত্র ছাত্রীদের মধ্যে তাঁরা তাঁদের সামর্থ্য মতো বারোজন ছাত্রছাত্রী​কে বাছাই করেছেন।

নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বীরকুমার সী ; শিক্ষক হেমন্ত মাইতি ,সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু রায়;সভাপতি দীপান্বিতা কর্মকার ;শিক্ষক মানস মাইতি;শিক্ষিকা শাবস্তী ব্যানার্জি, উজ্জ্বয়িনী ব‍্যানার্জী প্রমুখ। এছাড়া এদিন” শিক্ষা দিশারী” প্রোজেক্টে
সাহায্য প্রাপ্ত এবং এবারের উচ্চ মাধ্যমিকে ৮০ শতাংশের বেশি মার্কস পাওয়া পাঁচ জন ছাত্র ছাত্রীকে উই কেয়ারের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। সবশেষে অতিথি,ছাত্র ছাত্রী;সংস্থার সদস্য-সদস‍্যারা একই সঙ্গে এক পারিবারিক ভাবনার মধ্যে দিয়ে মধ্যাহ্ন ভোজনে মিলিত হন।
যাদের সহযোগিতা ও সহানুভূতিতে এই প্রোজেক্ট টি ধারাবাহিক ভাবে চালানো সম্ভব হয়েছে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয় সংস্থার পক্ষ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here