মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলাব্যাঙে মাছ নিয়ে গেল চিলে। শৈশবের এই ছড়াটা আজও সকলের মনের মণিকোঠায় বিরাজমান। ভাবছেন আজ হঠাৎ এই ছড়াটার কথাই বা বলছি কেন? হ্যাঁ বলছি, তার কারণ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও।
সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি জঙ্গলে বিবাহ বার্ষিকী উদযাপন করতে গিয়ে কেক কাটছেন এক ব্যক্তি। কেকের একটা টুকরো কেটে প্রিয়জনকে খাওয়াতে যাবেন এমন সময় গোটা কেকটা তুলে নিয়ে সোজা গাছে চড়ে গেল একটা বাঁদর! সবার চোখের সামনেই ঘটল এমন ঘটনা। এই দৃশ্য দেখে রীতমতো হতবাক দম্পতি।
Celebrating wedding anniversary in Forest is an experience altogether….
Surprises guaranteed 😊 pic.twitter.com/gFR7glcmp6
— Susanta Nanda IFS (@susantananda3) July 9, 2020
আইএফএস অফিসার সুশান্ত নন্দা তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন এই ভিডিওটি। ভাইরাল হওয়া এই ভিডিওটি নিয়েই এখন মেতেছেন নেটিজেনরা। তবে আপনি সাবধান হন।
আরও পড়ুনঃ দিনে লক্ষাধিক পরীক্ষার লক্ষ্যে সুইডেন থেকে বিশেষ যন্ত্র আনাচ্ছে রাজ্য
আর কোথাও যান আর না যান ভুলেও বিবাহ বার্ষিকী উদযাপন করতে জঙ্গলে যাবেন না। নয়ত জঙ্গলে এইভাবে ওয়েডিং অ্যানিভার্সারি সেলিব্রেট করতে গিয়ে দেখবেন আপনারই কেনা কেক থেকে বঞ্চিত হচ্ছেন আপনি নিজেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584