লকডাউনের মধ্যেই চার হাত এক

0
39

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

লকডাউনের শুরুতে একবার পিছিয়ে দিতে বাধ্য হতে হয়েছিল। কিন্তু পঞ্চম দফা লকডাউনের – আনলক – ১ শুরু হওয়ার মুখেই করোনা সতর্কতা মেনে নতুন জীবনে পা রাখল বালুরঘাট শহরের যুগল। লকডাউনে বিয়ে! মাস্ক পরেই এক হল চার হাত।পঞ্চম দফার লকডাউন শুরুর মুখে বালুরঘাট কংগ্রেস পাড়ার শহরের তরুন রজত কর্মকার আর এই শহরের শান্তি কলোনী পাড়ার তরুণী রুপা কুন্ডুর শুভ পরিনয় সম্পন্ন হল। এভাবে বিয়ে, স্বপ্নেও ভাবেননি ওরা। তবু মেনে নিতে হল তরুণ যুগলকে। বিয়েতে হাজির গুটিকয়েক আত্মীয়।

Wedding | newsfront.co
নিজস্ব চিত্র

বিয়ে নিয়ে আর ৫ জনের মতো স্বপ্ন ছিল ওদের মনে। বিয়ে ঠিক হয়েছিল ছয়মাস আগে কিন্তু প্রথম দফা লকডাউন ও অনান্য সমস্যার জেরে বিয়েটা পিছিয়ে আনতে হলো ৩১ মে তে। কিন্তু তবু পিছু ছাড়ল না সেই লকডাউন। এপ্রিলের বসন্ত পেরিয়ে জুনের বর্ষা আসন্ন। দফায় দফায় ওদের এক হতে বাধা হয়ে দাঁড়িয়েছে লকডাউন। পঞ্চম দফার লকডাউনে কিছু ছাড় থাকলেও একইসঙ্গে নানা বিধিনিষেধও বলবৎ হয়েছে।তবু এসব নিয়ম বিধি মেনেই গতকাল ও আজ বিয়ে সম্পন্ন হলো তাদের।

আরও পড়ুনঃ মালদহে তিন পরিযায়ী শ্রমিকের শরীরে করোনার উপস্থিতি

ধর্মীয় রীতি মেনেই হল বিয়ে। তবে কোভিড আতঙ্কে বিয়েতে সবারই মুখে ‘মাস্ট’ ছিল মাস্ক। পাত্রপাত্রীর মুখেও ছিল মাস্ক। আত্মীয় স্বজনরা বিশেষ তেমন আসতে পারেননি।তাই বলে বিয়ে টা বন্ধ থাক তা পাত্র, পাত্রী পক্ষ কেউই তা চাননি। এমনিতেই এই লকডাউনের জেরে বিয়েটা অনেকটাই পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল তারা। তবুও বিয়ের অনান্য আনন্দের সব আয়োজন বাতিল করেও যে শেষমেষ চারহাত এক হলো তাতেই আনন্দে মশগুল নবদম্পতি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here