চৌবাচ্চা কেটে ছাদনাতলা,গায়ে হলুদ মন্ত্রচ্চারনে ব্যাঙের বিয়ে

0
356

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

weeding of frog | newsfront.co
রীতি রেওয়াজ মেনেই চলছে বিয়ে।নিজস্ব চিত্র

যখন রাজ্যেই কোনো জায়গায় ভয়াবহ বৃষ্টির কারণে প্লাবন দেখা দিচ্ছে।কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্থ,ঘরছাড়া বহু মানুষ,সেখানে এ রাজ্যেই বৃষ্টি না হওয়ার কারণে অস্বস্তিতে মানুষ।

তাই বৃষ্টির আশায় পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ১ ব্লকের আগরা অঞ্চলের পাথরহাটি গ্রামের বাসিন্দারা শুক্রবার সকাল থেকেই ব্যাঙের বিয়েতে মাতলেন।রীতিমতো পুরোহিত ডেকে মন্ত্রচ্চারণ ও মহিলাদের উলুধ্বনি সহযোগে এই বিয়ে হয়।

weeding of frog | newsfront.co
পুরোহিতের পাশে ফেলে রাখা ব্যাঙ বর-কনে।নিজস্ব চিত্র

গ্রামের মাঝে একটা ছোট চৌবাচ্চা কেটে তার পাড়ে ‘ছাদনাতলা’ করে দুটি ব্যাঙের গায়ে হলুদ দিয়ে এই বিয়ের আনন্দে মাতেন গ্রামের ছেলে বুড়ো সকলেই।

আরও পড়ুনঃ বৃষ্টির আশায় ধুমধাম করে ব্যাঙ বিবাহের আয়োজন

weeding of frog | newsfront.co
পাতে খিঁচুড়ি।নিজস্ব চিত্র

বাজানো হয় মাইক। বিয়ের আসরে পাতপেরে খাওয়ানো হয় গ্রামবাসীদের।ব্যাঙের বিয়ে উপলক্ষ্যে এদিন এই গ্রামে ছিল অরন্ধন।সকাল থেকেই গ্রামের বাসিন্দারা বড় বড় কড়াই বসিয়ে রান্নার আয়োজন করে।দু’শ জনেরও বেশি মানুষকে খিচুড়ি,তরকারি খাওয়ানো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here