শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
সাপ্তাহিক লকডাউনের জেরে টেস্টের সংখ্যা বাড়লেও কমতে শুরু করেছে সংক্রমণ। তাই এবার ৩১ আগস্ট পর্যন্ত প্রত্যেক সপ্তাহে ২ দিন করে লকডাউনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে ৯ দিন লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। তারিখগুলি হল ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪ ও ৩১ আগস্ট। উল্লেখ্য, ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে কনটেনমেন্ট জোন ভিত্তিক আগের মত লকডাউন থাকবে, কিন্তু গোটা রাজ্যে পূর্ণ লকডাউন হবে এই দিনগুলিতেই।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে বুধবার সম্পূর্ণ লকডাউন রাজ্যে আগেই ঘোষণা করা হয়েছিল। এরপর এই সপ্তাহে ইদ থাকায় আর এই সপ্তাহে লকডাউন আর হচ্ছে না। এরপর আগামী সপ্তাহে রবি ও সোমবার লকডাউন হবে। বকরি ইদ, রাখি পূর্ণিমা এবং স্বাধীনতা দিবসের জন্য এই দিন পরিবর্তন করতে হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে আগস্টে ৯ দিন পশ্চিমবঙ্গে থাকছে পূর্ণ লকডাউন। পূর্ণ লকডাউনের দিন ঘোষণা না হওয়ায় সমস্যায় ভুগছিলেন অনেকে। বিশেষ করে কমপ্লিট লকডাউনের দিনে পশ্চিমবঙ্গের বিমানবন্দরগুলিতে বিমান পরিষেবা বন্ধ থাকায় টিকিট বিক্রি করতে পারছিন না বিমানসংস্থাগুলি। ১ মাসের লকডাউন একদিনে ঘোষণা হওয়ায় সেই সমস্যার সমাধান হল।
আরও পড়ুনঃ পরিস্থিতির উন্নতি হলে শিক্ষক দিবস থেকে রাজ্যের স্কুল কলেজ খোলার ভাবনা রয়েছে: মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী এদিন রাজ্যবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইদ, রাখি পূর্ণিমা বা ১৫ অগস্ট–সবটাই করতে হবে খুব ছোট করে। তিনি বলেন, “অন্য বার আমি রেড রোডের প্যারেডে যোগ দিই। সেখানে কয়েক লক্ষ মানুষ উপস্থিত হন। কিন্তু এবার খুব ছোট করে অনুষ্ঠান হবে। স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি হতেই পারে। তবে খুব ছোট আকারে এই কর্মসূচি করতে হবে।”
এছাড়াও করোনা পরীক্ষা, সেফ হোম, করোনায় মৃতদের শবদেহ দাহ-সহ মোট আটটি বিষয় পরিচালনা করার জন্য ৮ আইএএস অফিসারকে দায়িত্ব দিয়েছে দিলেন মুখ্যমন্ত্রী বলেন জানিয়েছেন, কোভিডের নমুনা পরীক্ষা দিনে ১৬ হাজার থেকে ১৭ হাজারের মতো হচ্ছে বলেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। আগামী দিনে অ্যান্টিজেন টেস্ট শুরু হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584