মনিরুল হক, কোচবিহারঃ
বিজেপির সাথে সংঘর্ষে আহত ও ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের দেখতে গেলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা অনগ্রসর শ্রেনী কল্যাণ মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ। আজ মন্ত্রীর সাথে ছিলেন তৃণমূল নেতা বিশ্বজিৎ রায়, লক্ষপতি প্রামানিক সহ স্থানীয় নেতৃত্বরা ।
মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ বলেন,“গত শুক্রবার বিজেপির হার্মাদ বাহিনি ‘গণতন্ত্র বাঁচাও’এর নাম করে যেভাবে পার্টি অফিস ভাঙচুর করেছে, তৃণমূল কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে,সাধারণ দোকানদারদের উপর হামলা ও লুটপাট করেছে। ওই আক্রমণের প্রতিবাদে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লাগাতার আন্দোলন কর্মসূচি চলবে।”রাজ্যের অন্যান্য এলাকার সাথে মাথাভাঙাতেও বিজেপির গণতন্ত্র বাঁচাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।
আরও পড়ুনঃ চন্দ্রকোনায় কৃতী পড়ুয়াদের সংবর্ধনা
অভিযোগ, মিছিল করে আসার সময় মাথাভাঙা শহরের কাছে তৃণমূলের ৪ কর্মীকে ধরে মারধোর করে।তাঁদের গুরুতর আহত অবস্থায় প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে পরে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার পরেই মাথাভাঙা শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শহরের শিব মন্দির লাগোয়া এলাকায় বেশ কিছু দোকান ভাঙচুর, বোমাবাজি এমনকি গুলিও চলে বলে অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল পর্যন্ত ফাটাতে হয়েছে।
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় বাংলাদেশী যুবক আটক
মাথাভাঙা শহর ছাড়াও হাজরাহাট এলাকাতেও ব্যাপক গণ্ডগোল হয়। সেখানেও তৃণমূলের দলীয় কার্যালয় ও দোকানপাট ভাঙচুর করা হয় বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হয় । যদিও ওই গণ্ডগোলের জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584