ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
করোনা আবহে দেশজুড়ে জারি হওয়া লকডাউনে যে বিষয়টি সবথেকে বেশি করে নজরে এসেছে তা হল, ক্রমশ রাজ্যগুলির ক্ষমতা হ্রাস করার চেষ্টা করে চলেছে কেন্দ্রীয় সরকার।
বিভিন্ন সরকারি পরিষেবাকে বেসরকারিকরণের যে প্রচেষ্টা কেন্দ্র করে চলেছে তারমধ্যে আরো একটি হল বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ পরিষেবা সংবিধান অনুযায়ী কেন্দ্র ও রাজ্যের যৌথ তালিকাভুক্ত বিষয়। যে “বিদ্যুৎ(সংশোধনী) বিল-২০২১” বাদল অধিবেশনে পাশ করানোর চেষ্টা চালাচ্ছে মোদি সরকার সে বিষয়ে বিরোধীদের অভিযোগ এই বিলটির ক্ষেত্রেও রাজ্যগুলির সঙ্গে কোনো রকম আলোচনাতেই যায়নি কেন্দ্র। এই বিলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে ইতিপূর্বেই আবেদন জানিয়েছিল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া-র পঃ.বঃ. শাখা ।
২০০৩ সালের বিদ্যুৎ আইনের সংশোধনী হিসেবে যে খসড়া “বিদ্যুৎ (সংশোধনী) বিল-২০২১” কেন্দ্র পেশ করেছে তাতে দেখা যাচ্ছে ভবিষ্যতে রাজ্যগুলির হাতে বিদ্যুৎ বন্টন সংক্রান্ত কোনো নিয়ন্ত্রণই আর থাকবে না। এই খসড়া বিলে ইলেক্ট্রিসিটি কন্ত্র্যাক্ট এনফোর্সমেন্ট অথরিটি নামক একটি আধা-বিচারবিভাগীয় সংস্থা তৈরির কথা বলা হয়েছে উল্লেখ করা যা রাজ্যের রেগুলেটরি কমিশনের ক্ষমতাকে হ্রাস করবে এবং কেন্দ্রীয়ভাবে বিদ্যুৎ ক্রয় ও বন্টন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে।
আরও পড়ুনঃ ৭৬ বছর পরও আজও দগদগে হিরোশিমা নাগাসাকি পরমাণু হামলার ক্ষত
বিশেষজ্ঞদের মতে নতুন বিল কার্যকর হলে সাব-লাইসেন্স ও ফ্রাঞ্চাইজি বন্টনের ক্ষেত্রে আর লাগবে না রাজ্যের অনুমতি। এছাড়াও খসড়ায় বলা হয়েছে যে, বিদ্যুৎ বিল মেটানোর ক্ষেত্রে গ্রাহককে বিলের সম্পূৰ্ণ টাকা আগে জমা করতে হবে তারপরে ভর্তুকির অংশ তাঁর ব্যাংক একাউন্টে জমা পড়বে। এ প্রসঙ্গে বিরোধীদের বক্তব্য এর ফলে আর্থিক কারণে অনেক দরিদ্র মানুষ , ছোট কৃষক বিদ্যুত পরিষেবা থেকে বঞ্চিত হবেন।
আরও পড়ুনঃ ত্রিপুরায় তৃণমূল আক্রান্ত হলে ভেটাগুড়িতে থাকতে পারবে না বিজেপিও, বেফাঁস মন্তব্য উদয়নের
এবার রাজ্যের সমস্ত বিজেপি বিরোধী সাংসদদের ই-মেল করে এই বিলের বিরোধিতা করবার আবেদন জানিয়েছেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া-র পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সভাপতি শ্রী মনসা সেন মহাশয়। জনস্বার্থে রাজ্যের সমস্ত বিজেপি বিরোধী সাংসদদের কাছে জরুরী ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের এই বিদ্যুৎ(সংশোধনী) বিল ২০২১ এর বিরোধীতা করার আবেদন জানিয়েছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া-র পশ্চিমবঙ্গ শাখা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584