গড়বেতায় পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে বিডিওকে স্মারকলিপি প্রদান

0
148

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বুধবার পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের বিডিওর কাছে ১৬ দফা দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের আগে গড়বেতা বাজার এলাকায় পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে মিছিল করা হয়।

aboriginal | newsfront.co
নিজস্ব চিত্র

তাদের দাবিগুলির মধ্যে অন্যতম দাবি গুলি ছিল ২০০৬ বনাঞ্চল আইন কার্যকরী করে,জঙ্গলের জায়গায় বসবাসকারী আদিবাসীদের জমির পাট্টা দিতে হবে। আদিবাসী গ্রামগুলিতে ১০০ দিনের প্রকল্পের কাজ ২০০ দিনের করতে হবে। ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক আদিবাসীদের মাসে ৩০০০ টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে। ইমাম পুরোহিতদের মতো আদিবাসীদের প্রতিটি গ্রামে নায়কে, মাঝি,গোড়েত, জগমাঝি ও পারানীদের ভাতা দিতে হবে।

আরও পড়ুনঃ চাকরি প্রলোভন দেখিয়ে টাকা তোলার অভিযোগ

সেই সঙ্গে আদিবাসী ছেলে মেয়েদের অলচিকি হরফে সাঁওতালি ভাষায় পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে। পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের দাবি গুলি বিবেচনা করে দেখার আশ্বাস দেন গড়বেতা এক নম্বর ব্লকের বিডিও। ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে তাদের দাবিগুলো পূরণ করা না হলে তারা লাগাতার আন্দোলনের কর্মসূচি শুরু করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here