দক্ষিণবঙ্গ স্বজন হলে উত্তরবঙ্গ আপন, উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রীর ঘোষণা

0
115

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

সোমবার শিব মন্দিরের আঠারো খাই ময়দানে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি উওরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে নয়জনকে বঙ্গরত্ন সম্মান তুলে দেন তাদের হাতে।

mamata banerjee | newsfront.co
নিজস্ব চিত্র

এবং রিমোটের মাধ্যমে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের নতুন ভবন উওরীয়া-র উদ্বোধন করেন তিনি। এরপর বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই মুখ্যমন্ত্রী এনআরসি ও সিএএ এর বিরুদ্ধে কেন্দ্রকে এক হাত নেন।

west bengal cm mamata banerjee inaugurates uttar banga utsav | newsfront.co
বঙ্গরত্ন প্রদান। নিজস্ব চিত্র

তিনি বলেন যে পশ্চিমবঙ্গে কোন এনআরসি ও সিএএ হতে দিব না। এর পাশাপাশি এনপিআর এর বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন যে এনপিআর হতে দিবে না। আমরা কোন ভাগাভাগি চাই না। আমরা সবাই এক সাথে থাকতে চাই।

west bengal cm mamata banerjee inaugurates uttar banga utsav | newsfront.co
বঙ্গরত্ন প্রাপকদের তালিকা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাবের ঘোষণা মুখ্যমন্ত্রীর

আমি উত্তরবঙ্গে বার বার আসি কেন জানেন কারন আমি উওরবঙ্গকে ভালবাসি। দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গকে খুব ভালবাসি। দক্ষিণবঙ্গ যদি স্বজন হয়, তাহলে আমার কাছে উত্তরবঙ্গ আপন। এরপর তিনি সোজা সড়ক পথ দিয়ে দার্জিলিঙের উদ্দেশ্য রাওনা দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here