মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
রাজ্যে করোনায় আক্রান্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর সংখ্যা এই মুহূর্তে ১৪০ ছাড়িয়েছে। এই কথা উল্লেখ করেই রাজ্যকে চিঠি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহকে ই-মেল করে বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেন এই সংগঠনের সভাপতি অর্জুন দাশগুপ্ত এবং সম্পাদক কৌশিক চাকী।
তাঁরা বলেন, রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর সংখ্যা প্রায় ১৪০। রাজ্যের বেশকিছু সরকারি বেসরকারি হাসপাতালে এখনও পিপিই-র ব্যবস্থা নেই। তাই শীঘ্রই সেইসব হাসপাতালে পিপিই সহ প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নিতে হবে স্বাস্থ্য ভবনকে। আরও বেশি করে কোভিড-১৯ টেস্টের ব্যবস্থা করার পাশাপাশি স্বাস্থ্য দফতরের বুলেটিনে সবিস্তার তথ্য দেওয়ার অনুরোধও করছেন তাঁরা।
আরও পড়ুনঃ কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ, টুইটে ক্ষোভ প্রকাশ রাজ্যপাল
চিকিৎসক, নার্স থেকে শুরু করে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত এমন অনেকেই বর্তমানে করোনায় আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতিতে ওই ব্যক্তিদের সংস্পর্শে যাঁরা আসছেন, তাঁদের কোয়রান্টিনে চলে যেতে হচ্ছে। এ ভাবে চলতে থাকলে আগামী দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানানো হয় ডক্টরস ফোরামের তরফ থেকে। কৌশিক চাকী বলেন, এভাবে চলতে পারে না। করোনার সংক্রমণ রুখতে হলে আরও বেশি করে টেস্ট করতে হবে। সেইকারণে আরও বেশি হাসপাতাল এবং ল্যাবরেটরিতে কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584