শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা টেস্টের সংখ্যা বাড়তেই করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে রাজ্যে। শুক্রবারই রাজ্যে তৈরি হয়েছে নতুন সংক্রমণের রেকর্ড।
সাধারণ মানুষের সঙ্গে পাল্লা দিয়ে বিপুল হারে সংক্রামিত হচ্ছেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরাও। অভিযোগ, করোনা যুদ্ধে সবচেয়ে সামনের সারিতে লড়াই করা সত্ত্বেও পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম পাচ্ছেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা।

এই নিয়ে আশঙ্কা প্রকাশ করে পশ্চিমবঙ্গ ডাক্তার ফোরামের তরফে ফের চিঠি দেওয়া হল রাজ্যের মুখ্য সচিবকে। সেখানে বলা হয়েছে, শীঘ্রই এমন দিন আসছে যখন আর করোনা চিকিৎসা করার মতো আর কেউ থাকবে না রাজ্যে।
সংগঠনের সম্পাদক ডাক্তার কৌশিক চাকি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়েছেন, রাজ্যে এখনও পর্যন্ত ১৪১ জনের বেশি স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত। ইতিমধ্যেই দু’জন চিকিৎসক মারা গেছেন।
আরও পড়ুনঃ লকডাউন সময়কালে পথ দূর্ঘটনায় মোট মৃত্যুর ৩০ শতাংশ পরিযায়ী শ্রমিক
একটা বড় অংশের ডাক্তার নার্স স্বাস্থ্য কর্মী করোনা রোগীদের সংস্পর্শে আসায় তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ফলে এই পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে রাজ্যে করোনা চিকিৎসার মত আর কেউ থাকবে না। তাই পরিস্থিতির স্বার্থে চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করুন।
করোনার ভয়াবহ পরিস্থিতিতে রাজ্যের একাধিক হাসপাতাল অন্য রোগীদের চিকিৎসা প্রায় বন্ধ করে দিয়েছে। বেশিরভাগ হাসপাতালেই ওপিডি একেবারে বন্ধ।
কিন্তু এমন অনেক রোগী রয়েছে, যাদের প্রতিনিয়ত চিকিৎসার প্রয়োজন। কিন্তু করোনায় আক্রান্ত না হলেও এইসব রোগীরা এখন বিপদে পড়ছেন। সার্বিকভাবে রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় বড়সড় সংকট তৈরি হয়েছে। তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ডক্টরস ফোরাম।
আরও পড়ুনঃ মদের দোকানের সামনে বিজেপি-র মহিলা মোর্চার বিক্ষোভ
ফোরামের তরফে চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মীদের করোনা পরীক্ষার কথা জানানো হয়ছে। সংগঠনের তরফে বলা হয়েছে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে করোনা পরীক্ষা করানো হোক।
এছাড়াও বেসরকারি ক্লিনিক গুলোতে করোনা পরীক্ষা সুলভে করানোর জন্য অনুরোধ জানিয়েছে ডক্টরস ফোরাম। একই সঙ্গে দাবি করা হয়েছে, মদের দোকান খোলার ফলে চূড়ান্ত বিশৃঙ্খলা এবং অসামাজিক কাজ বেড়ে গিয়েছে।
যা করোনা অতিমারীতে লকডাউন কার্যকর হতে সমস্যা সৃষ্টি করছে। অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584