ওয়েবডেস্কঃ
রাজীব কুমারকে নিয়ে সুপ্রিম কোর্টে ফের বেকায়দায় রাজ্য সরকার।সারদা চিট ফান্ড কেলেঙ্কারিতে রাজিব কুমারের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের গুরুতর অভিযোগ তুলে মামলা দায়ের করে সিবিআই। সে মামলার শুনানিতে আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে সিল করা খামে স্ট্যাটাস রিপোর্ট পেশ করে সিবিআই। সংবাদ সংস্থা লাইভ ল সূত্রে জানা গেছে যে রিপোর্ট পড়ে অভিযোগ অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করেন বিচারপতিগণ। বিচারপতিগণ সিবিআইকে স্ট্যাটাস রিপোর্টের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে বলেন। সিবিআই রাজিব কুমারের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে চায় তাও জানতে চায় কোর্ট। সেই পদক্ষেপের কথা জানার ৬ দিনের মধ্যেই রাজ্য সরকারকেউ তাদের বক্তব্য জানানোর নির্দেশ দেয় কোর্ট। রাজ্য পুলিশের ডিজি ও রাজ্যের মুখ্যসচিবকে রেহাই দিতে চায়নি সুপ্রিম কোর্ট। সব মিলিয়ে ব্যাকফুটে রাজ্য সরকার।
উল্লেখ্য, সারদা কেলেঙ্কারির তথ্য লোপাটের অভিযোগে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে সিবিআই অফিসারদের সঙ্গে কলকাতা পুলিশের সংঘাতে উত্তাল হয়ে ওঠে দেশ।নজির বিহীনভাবে তৎকালীন নগরপাল রাজীব কুমারের পাশে দাঁড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই ঘটনায় একদিকে আইনী তরজার পাশাপাশি চলে রাজনীতির লড়াই।গনতন্ত্র এবং সংবিধান রক্ষার দাবীতে ধর্ণায় বসেন মুখ্যমন্ত্রী। বিজেপি বিরোধী রাজনৈতিক নেতাদের সমর্থন পান মমতা।অপরদিকে চলতে থাকে আইনী লড়াই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584