৭২ ঘন্টা পেরিয়ে গেলেও পড়ে রইল করোনায় আক্রান্ত যুবকের মৃতদেহ

0
39

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

৭২ ঘন্টা পেরিয়ে গেলেও করোনা রোগে আক্রান্ত হয়ে মৃত যুবকের মৃতদেহ পড়ে রইল পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে।

villagers | newsfront.co
নিজস্ব চিত্র

জানাগিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের ভরদা গ্রামের বাসিন্দা ৪২ বছরের অমিত জানা সর্দি,জ্বর, কাশি সহ করোনার উপসর্গ নিয়ে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়। প্রাথমিক রিপোর্টে তার নেগেটিভ আসায় চিকিৎসা চলে হাসপাতালে।

দুদিন পর সুস্থ না হওয়ার কারণে পুনরায় করোনা পরীক্ষা করা হয়,গত বৃহস্পতিবার তার রিপোর্টে পজিটিভ ধরা পড়ে। এরপর তড়িঘড়ি অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় মৃত্যু হয় ওই যুবকের। যেহেতু করোনা পজিটিভ আসার পর মৃত্যু হয় ওই যুবকের, সেহেতু সৎকারের দায়িত্ব প্রশাসনের। এরপর প্রশাসনের তরফ থেকে পরিবারকে মৃতদেহ নেওয়ার অনুরোধ করা হয়।

আরও পড়ুনঃ সদ্যজাতের মৃত্যুকে কেন্দ্র করে মালদহ মেডিকেলে উত্তেজনা

কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এই মৃতদেহ সৎকারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না থাকার কারণে মৃতদেহ পড়ে রইল হাসপাতালে। শনিবার বিকেল পর্যন্ত তার মৃতদেহ পড়ে থাকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে।

শনিবার বিকেলের পর ওই যুবকের মৃতদেহ বাড়িতে এসে পৌঁছালে,এগরা তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সৎকার করতে বাধা দেয় এবং এই জন্য এগরা-রামনগর রাজ্য সড়ক বেশ কিছুক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ ফের করোনায় আক্রান্ত শাসক দলের আরও এক বিধায়ক রুকবানুর রহমান

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এগরা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, “করোনা রোগীর মৃতদেহ সৎকার করার ফলে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি আমরা। প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি অবিলম্বে এইসব বিষয়গুলির উপর নজরপাত করা হোক।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here