রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প নজরদারি কমিটির চেয়ারম্যান কৌস্তভ রায়! উঠছে প্রশ্ন

0
87

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

গত ৯ মে রাজ্যের প্রকল্প নজরদারি দপ্তরের তরফে জারি হয় এক নির্দেশিকা যা ঘিরে প্রশ্ন উঠেছে সব মহলে। নির্দেশিকায় বলা হয়েছে সরকারের নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা এবং সেগুলির তত্বাবধানের জন্য একটি কমিটি গঠন করা হবে যার চেয়ারম্যান হবেন ব্যবসায়ী কৌস্তুভ রায়। উল্লেখ্য, এই কৌস্তভ রায় ইতিমধ্যেই একাধিক আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত। এবং তাৎপর্যপূর্ণ বিষয় হল একটি বেসরকারি টিভি চ্যানেলের মালিকও তিনি।

এই নির্দেশিকা অনুযায়ী, প্রকল্প নজরদারি দফতর, পরিকল্পনা, পঞ্চায়েত, নারী শিশু সমাজকল্যান, আইন, পিছিয়ে পড়া জাতি উন্নয়ন, সংখ্যালঘু, আদিবাসী দফতর থেকে এক জন করে প্রতিনিধি সেই কমিটিতে থাকবেন। রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারের মনোনীত এক জন করে সদস্যও থাকবেন।  মাসে অন্তত এক বার কমিটির বৈঠক হবে।

আরও পড়ুনঃ  পার্থ-র অনুগামীদের প্রতিবাদ মিছিলের পোস্টার ফেসবুক থেকে সরানোর নির্দেশ ঘিরে রহস্য

সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাঁদের প্রশ্ন সরকারি প্রকল্পের তত্বাবধানে বেশ কয়েকজন আমলার মাথায় বাইরে থেকে লোক এনে বসানো হবে কেন? শুধু বাইরের লোকই নয় কৌস্তভ রায় এমন একজন ব্যবসায়ী  যাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই তৃণমূল সরকারের মন্ত্রী, বিধায়ক সহ অনেকেই  একাধিক বড়সড় আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত। সাম্প্রতিক SSC নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জেরার মুখোমুখি হতে হচ্ছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীকে। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মহাসচিব পদে রয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here