রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নতুন তিনটি পুরসভা গঠনের সিদ্ধান্ত

0
103

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

west bangla govt | newsfront.co
ফাইল চিত্র

বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নতুন তিনটি পুরসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ঠিক হয়েছে, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ও আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় নতুন দু’টি পুরসভা গঠন করা হবে। ১৬ টি গ্রামপঞ্চায়েত নিয়ে নতুন পুরসভা গঠন হতে চলেছে ময়নাগুড়িতে। ফালাকাটার ১১ টি গ্রামপঞ্চায়েত নিয়ে নতুন পুরসভা গঠন হতে চলেছে। এর জন্য খুব শীঘ্রই পুর ও নগরোন্নয়ন দফতর বিজ্ঞপ্তি জারি করবে। এদিকে, হাওড়া পুরসভা থেকে বালি পুরসভাকে আলাদা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বালির বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এটি। অবশ্য বালি পুরসভা আগেই ছিল। পুনরায় পুরসভা গঠনের জন্য বিধানসভায় বিল আনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরদিনাজপুরের কালিয়াগঞ্জ হাসপাতালে ৬০ টি বেড রয়েছে। বেডের সংখ্যা বৃদ্ধির দাবি ছিল সেখানকার মানুষদের। সেই দাবি মেনে ২৫০ টি বেড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মানুষের সুবিধা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৫ লক্ষ মহিলাকে বিধবা ও বার্ধক্য ভাতা দেওয়া হবে। এদিন রাজ্য মন্ত্রিসভায় এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এদিন মন্ত্রিসভার বৈঠকে কলকাতার ১০৯ নম্বর ওয়ার্ডে বিনামূল্যে দলিল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত উদ্বাস্তু কলোনির সমীক্ষা চলছে। ইতিমধ্যেই ২ লক্ষ ৭৯ হাজার পাট্টা ইস্যু হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ তৃণমূলকে সার্কাস পার্টি বলে কটাক্ষ দিলীপ ঘোষের

নিউটাউনের সিলিকন ভ্যালিতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে (আইএসআই) চার একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। ওই জমি অল্পমূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউটাউনে ১০০ একর জমি নিয়ে সিলিকন ভ্যালি শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জমির চাহিদা বেড়ে যাওয়ায় তিনি আরও ১০০ একর জমি বরাদ্দ করেন। বাংলার এই সিলিকন ভ্যালিতেজমি নিয়েছে তথ্য-প্রযুক্তি সেক্টরের অনেক বড় সংস্থা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here