মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক :
বঙ্গে কার্যকর হল ‘এক দেশ এক রেশন কার্ড’ ব্যবস্থা। রাজ্যের কোনও বাসিন্দা এখন থেকে ভিন রাজ্যে গেলেও তাঁর প্রাপ্য রেশন পাবেন। আবার ভিন রাজ্যের বাসিন্দা এ রাজ্যে এলেও তাঁর প্রাপ্য রেশন সামগ্রী পাবেন। রেশন পাওয়ার সব ব্যবস্থাই অনলাইনে করার নির্দেশ দিল রাজ্য সরকার।
৩১ জুলাইয়ের মধ্যে সুপ্রিম কোর্ট দেশজুড়ে ‘এক দেশ এক রেশন কার্ড’ চালু করার নির্দেশ দিয়েছে। তার জন্য আধারের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ জরুরি। রাজ্য সরকার অনেক আগে থেকেই এই কাজ শুরু করে দিয়েছে। শুক্রবার খাদ্য দফতরের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, যে এবার থেকে যখন পরিযায়ী শ্রমিকরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবেন, তখন তাঁদের যাতে খাদ্যাভাব না হয় সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত কার্যকর করা হল। মূলত পরিযায়ী শ্রমিকদের কথা ভেবেই পশ্চিমবঙ্গকেও ‘এক দেশ এক রেশ কার্ড’ ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুনঃ ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল-মাল্টিপ্লেক্স খোলার অনুমোদন দিল নবান্ন
এদিন রাজ্যের তরফে জানানো হয়েছে, যাঁদের ইতিমধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত রয়েছে, তাঁরা এখন থেকে দেশের যে কোনও রাজ্যের যে কোনও জায়াগা থেকেই রেশন তুলতে পারবেন। রেশন দেওয়ার গোটা প্রক্রিয়াটাই অনলাইনে নথিভুক্ত হবে ই-পস যন্ত্রের সাহায্যে, আধারযুক্ত বায়োমেট্রিক ব্যবস্থায়। যাতে রেশন নেওয়ার সমস্ত তথ্য অনলাইন সার্ভারে জমা থাকে এবং সেই তথ্যের সাহায্যেই রাজ্যের বাসিন্দারা ভিন রাজ্যে গেলে এ রাজ্যে ইস্যু হওয়া রেশন কার্ড দিলেই সেখানকার রেশন ডিলারের কাছ থেকে রেশন পেতে পারবেন। এই ব্যবস্থা কার্যকর হওয়ায় মূলত পরিযায়ী শ্রমিকরা বেশি উপকৃত হবেন।
আরও পড়ুনঃ নতুন সড়কপথ, ফ্লাইওভার ও থ্রি টায়ার যাতায়াত ব্যবস্থার দাবি নিয়ে নীতিন গড়করির সাথে বৈঠক মমতার
রাজ্যের নির্দেশিকায় বলা হয়েছে, যে ভিন রাজ্যের রেশন কার্ডযুক্ত গ্রাহকরা এ রাজ্যে এলে নিয়ম অনুযায়ী তিনি তাঁর প্রাপ্য খাদ্যসামগ্রীর ৫০ শতাংশ পাবেন। বাকি খাদ্য সামগ্রী যদি তাঁর পরিবার সেই রাজ্য থেকে না নেন, তাহলে তা এক সপ্তাহ পরে তিনি ফের নিতে পারবেন।
উল্লেখ্য, গত ১১ জুন সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েছিল, রাজ্যের কোনও অজুহাত শোনা হবে না। এখনই এক দেশ এক রেশন কার্ড নীতি চালু করতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। শীর্ষ আদালতের নির্দেশ মতো প্রায় দেড় মাস পরে রাজ্যে ‘এক দেশ এক রেশন কার্ড’ ব্যবস্থা চালু করল পশ্চিমবঙ্গ সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584